
সন্যাসীরচক মাদ্রাসায় লম্পট শিক্ষক কর্তৃক ছাত্রকে বলৎকারের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ইউনিয়নের সন্যাসীরচক ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক কর্তৃক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে।অভিযুক্ত শিক্ষক আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের হামিদ গাজী (খোকন গাজী)'র পুত্র ও গাজিরহাটের শিমুলিয়া (কাজিবাড়ি) গ্রামের আব্দুল হালিমের জামাতা হাফেজ লম্পট জাহিদুল ইসলাম।জানা যায়, নলতার ইন্দ্রনগর গ্রামের জনৈক ব্যক্তির ১০ বছরের পুত্রকে পবিত্র কোরআনের হাফেজ বানানোর লক্ষে সন্যাসিরচক সিদ্দিকীয়া হাফিজিয়া মাদ্রাসায় গত বছরে ভর্তি করা হয়। তখন ওই ছাত্রের উপর মাদ্রাসার প্রধান দায়িত্বে থাকা শিক্ষক হাফেজ জাহিদুল ইসলামের কু-নজর পড়ে। তার পর থেকে ওই শিক্ষক ছাত্রকে বলৎকারের সুযোগ খুঁজতে থাকে। কয়েক মাস যেতেই ওই ছাত্রকে শিক্ষক জাহিদুল ইসলাম আপন করে নিয়ে রাতে তার বেডের পাশেই ছাত্রের থাকার বেডের ব্যবস্থা করে। তার কিছুদিন যেতেই শিক্ষক জাহিদুল গভীর রাতে ওই ছাত্রের বেডে...