
মুহাম্মদ সেলিমউল্লাহ: একজন নির্মোহ ও নিবেদিত মানুষের প্রয়াণ
বেশভূষায় একজন কেতাদুরস্ত মানুষ। ভাবগাম্ভীর্যে আকর্ষণীয় ও প্রখর ব্যক্তিত্বসম্পন্ন। কিন্তু আচরণে সদাশয়- হতদরিদ্র মানুষের কষ্ট লাঘবে নাম নিবেদিতপ্রাণ, নৈবেদ্যজীবন। আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ একজন কর্মবীর, একজন নক্ষত্র-মানুষ! সাতক্ষীরার মানুষ নন, অথচ সাতক্ষীরাবাসীর কাছে তিনি সর্বজনবিদিত, আহ্ছানিয়া মিশন পরিবারে তিনি সর্বজনশ্রদ্ধেয় এবং জেসন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিবারে তিনি স্বশ্রদ্ধায় উচ্চারিত নাম। এই আলোকিত মানুষটি গতরাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।▪️মুহাম্মদ সেলিমউল্লাহর জন্ম ১৯৩৭ সালের ৭ এপ্রিল কলকাতা মহানগরীতে। ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান তিনি। কলকাতায় লেখাপড়া শেষে বিলেতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে ফার্মাসীতে স্নাতক ও স্নাতোকোত্তর পাশ করে একই বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন আমেরি...