
ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় দরদি
নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এডমিশন এক্সাম 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান' অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন 'দরদি'।
ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি'র কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো— ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্যসেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা; মাস্ক, কলম ও টিস্যু বিতরণ। পাশাপাশি দেব...