
যেকোনো পরিস্থিতিতে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের নির্দেশ
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: যেকোনো পরিস্থিতিতে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার রবিবার ৭ মে সকালে মিরপুর পিওএম পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এ নির্দেশ দেন তিনি।কোনো পরিস্থিতিতে ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে কমান্ডারের নির্দেশ মেনে অধঃস্তনদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম।প্যারেড পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রত্যেককে প্যারেড জানতে হবে। পুলিশকে সিভিলিয়ান এবং ইউনিফর্ম দুই দিকেই পারদর্শি হতে হয়। যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কমান্ডারের নির্দেশ মেনে দায়িত্ব পালন করতে হবে। আর কমান্ডারদের আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দিতে হবে। শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের কন্টিনিউয়াস প্যারেড করানোর নির্দেশ...