
অন্যের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোহাম্মদ আসিফুর রহমানের জমিতে জিল্লুর রহমান তুহিন ও তার ভাই আতিকুর রহমান জাহিদ এবং তাদের সন্ত্রাসী বাহিনী জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি তাঁরা ওই পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। গত ২৩ শে মে উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ড হেকিম চত্বরে এই ঘটনা ঘটে।
এই ঘটনার সময় জমির মালিক আসিফুর রহমান ৯৯৯ কল দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে মনোহরদী থানার পুলিশ উপস্থিত হয়ে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলে এবং জমির মালিক কে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেন।
পরবর্তী সময়ে জমির মালিক থানায় উপস্থিত হয়ে জিল্লুর রহমান তুহিন, তার ভাই আতিকুর রহমান জাহিদ ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে থানায় একটা অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে মনোহরদী থানার তদন্ত অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং য...