Monday, May 20সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

স্পিকারের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হাসানুজ্জামান সুমন, বিশেষ-প্রতিনিধি: বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে সৌদি আরবে প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসেফ আল দুহাইলান স্পিকারের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে এই আহবান জানান স্পিকার।

এসময় তিনি সৌদি আরবকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করেন। বলেন, সৌদি আরবের সহায়তায় বাংলাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মিত হচ্ছে। যা দুইদেশের দৃঢ় বন্ধুত্বের প্রমাণ।

সাক্ষাতের সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার বাটন