অবৈধ স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত
হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: গাড়িতে অযাচিত স্টিকার ব্যবহার, ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ অভিযান চালিয়েছে। ১২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত মোট ৩ হাজার ১৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।
রোববার (৫ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, ৩৬৩টি অননুমোদতি স্টিকার, ৪৬১টি ফিটনেসবিহীন ও দুই হাজার ৩৫০টি অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ বিভিন্ন সংস্থার স্টিকারের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান করছে ডিএমপির ট্রাফিক পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান চলমান থাকবে। ব্যক্তিগত গাড়িতে পুলিশসহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুমোদিত স্টিকার ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রায় ২ হাজার গাড়ি ডাম্পিং...