
সেরা শিশু শিল্পীর পুরস্কার পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিফাত রিজওয়ান নাফি
আবুল কালাম বিন আকবার, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশর দশ হাজারের অধিক প্রতিভাবান শিশুদের মধ্য থেকে বাছাইকৃত ১৫০ জন শিশুকে নিয়ে বিডি চাইল্ড ট্যালেন্ট আয়োজিত বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে সিফাত রিজওয়ান নাফি ও সাইফা।
গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানটি ৩ ও ৪ এপ্রিল বিডি চাইল্ড ট্যালেন্ট প্লাটফর্মে সম্প্রচারিত হয়।
বাছাইকৃত ১৫০ জন শিশুদের মধ্যে অধিকাংশ ছিল জাতীয় পুরস্কার প্রাপ্ত, জাতীয় এবং আন্তর্জাতিক টিভি শো’তে অংশগ্রহনকারী এবং বিজয়ী প্রতিভাবান শিশু।
অনুষ্ঠানে ১০জন শিশুকে সেরা শিশু পুরস্কার প্রদান করা হয়। প্রায় এক বছর শিশুদের প্রতিভা ও অর্জনের উপর যাচাই বাছাই করে জনপ্রিয় ও প্রতিভাবান ১০জন শিশুকে এই পুরস্কার দেওয়া হয়। ৬জন শিশুকে উদীয়মান শিশুশিল্পী এবং ১৫জন শিশুকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সেরা শিশু শিল্পী ক্যাটগরিতে এবারে জনপ্রিয় শিশু শিল্পী সিফাত রিজওয়ান নাফি ও সুরাইয়া ...