
নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ী আটক
আবুল কালাম বিন আকবার, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় চোর ও গাঁজা ব্যবসায়ীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলার নাহার ক্লিনিকের সামনে চায়ের দোকানদার মুজিবর রহমান গত ১১ মে দুপুর ১টার দিকে দোকান খোলা রেখে বাহিরে কাজে গেলে নলতার বিল কাজলার ইসরাইল গাজীর পুত্র মাদক সেবী অনিক (১৪) কৌশলে ক্যাশ বাক্স থেকে ৭হাজার ৩’শ টাকা চুরি করে নিয়ে যায়। দোকানদার মুজিবর রহমান ফিরে এসে ক্যাশ বাক্সে টাকা না পেয়ে খোঁজা খোজির এক পর্যায়ে সন্দেহ হলে পরদিন সকালে অনিককে ডেকে শোনাবোঝা করলে সে টাকা চুরি করার কথা স্বীকার করে। এসময় তার পকেটে ২পুরিয়া গাঁজা পাওয়া যায়। নলতা হাটখোলা দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিয়য়টি দোকান মালিক কমিটির সভাপতি ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে জানায়। চেয়ারম্যান আজিজুর রহ...