প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: বৈশাখের খরতাপে এক মাস ধরে হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তীব্র গরমে সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। তাঁর নির্দেশে ঢাকা মহানগরীতে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ করা হচ্ছে।এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ডেমরা ফ্লাইওভারের নিচে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম সাধারণ মানুষ, শ্রমজীবী ও পথচারীদের মাঝে বোতলজাত খাবার পানি ও প্যাকেটজাত খাবার স্যালাইন বিতরণ উদ্বোধন করেন।ডিএমপি কমিশনার মহোদয়ের মানবিকতার হাত ধরে তীব্র দাবদাহে ট্রাফিক ওয়ারী বিভাগ এর আগে যাত্রাবাড়ী চৌরাস্তা, জুরাইন ও মুনশিখোলা এলাকায় বিশুদ্ধ বোতলজাত খাবার পানি ও প্যাকেটজাত ...