জমির হারির টাকা ও হয়রানির প্রতিবাদে সুন্দরবন উপকূলে মানববন্ধন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : জমির হারির টাকা ও হয়রানির প্রতিবাদে সুন্দরবন উপকূল শ্যামনগরের গাবুরায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের কপোতাক্ষ নদী পাড়ে খলিশাবুনিয়া মৎস্য ঘেরের ডিড অনুযায়ী হারির টাকা না দিয়ে প্রভাব খাটিয়ে জমির মালিকদের হুমকি, ভয়-ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এতে মানবেতর জীবনযাপন করছেন ২৮০ বিঘা জমির অন্তত ৯২ জন মালিক ও তাদের পরিবারের শতাধিক সদস্য । হারির টাকা ও জীবনের নিরাপত্তা পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছেন তারা। শনিবার (১৮ মে) বেলা বারোটার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কপোতাক্ষ নদী সংলগ্ন খলিশাবুনিয়ায় (৩ নং) অবস্থিত ওই ২৮০ বিঘা জমির মৎস্য ঘেরের বাঁধের উপর এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালে প্রথম বছরে বিঘা প্রতি ২ হাজ...