Monday, May 6সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেখ রাসেল দিবস পালিত

মোশাররফ হোসেন, ঢাকাঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
‘শেখ রাসেল দিবস ২০২২’ উদ্‌যাপন উপলক্ষ্যে ১৮ অক্টোবর ২০২২ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) প্রাঙ্গণে শহিদ শেখ রাসেল-এর প্রতিকৃতিতে মহাপরিচালক ও সকল কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। অতঃপর আমাই-এর ৪র্থ তলার আন্তর্জাতিক সম্মেলন কক্ষে শহিদ শেখ রাসেল-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাই মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভার আলোচনায় এবং দোয়া মাহফিলে কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তাগণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট-এর সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমাই-এর মহাপরিচালক বলেন, শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। তিনি ছিলেন দুরন্ত, উচ্ছল-চঞ্চল, প্রাণ-প্রাচুর্যে ভরা একজন শিশু। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড মানব ইতিহাসের নৃশংসতম ঘটনা; ঘাতকের নিষ্ঠুর হাত থেকে নিষ্পাপ শিশু শেখ রাসেলও রক্ষা পায়নি। উক্ত স্মরণ সভায় ১৫ আগস্টের সকল শহিদসহ শেখ রাসেল-এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার বাটন