Monday, May 6সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সিরাজগঞ্জে চার ডায়াগনস্টিক সেন্টারেকে ২৬ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: পল্লী চিকিৎসক দ্বারা রোগী দেখার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে ল্যাব এইচ হসপিাটালসহ দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। একই সময়ে দুটি ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে এই অভিযান
পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সিরাজগঞ্জের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ল্যাব এইচ হসপিটালে পল্লী চিকিৎসককে দিয়ে রোগী দেখানোর অপরাধে ১০ হাজার টাকা ও ই-স্কয়ার হাসপাতালকে সেবামূল্য হালনাগাদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে রাজ্জাক এবং মা ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্পল ও তাপসংবেদনশীল মেডিসিন সঠিক তাপমাতায় সংরক্ষণ না করায় দুটি প্রতিষ্ঠানটি ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

শেয়ার বাটন