Tuesday, May 21সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ভোমরা স্থলবন্দরে দুই দিন পেঁয়াজ আমদানি বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দুই দিন পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। বুধবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি।

ভোমরা বন্দরের রাজস্ব শাখার সহকারী কমিশনার আমির মামুন জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্তের এক দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। এতে ৩০ মার্চ কোনো পেঁয়াজ আমদানি হয়নি। আজও কোনো পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করেনি।

ব্যবসায়ীদের সংগঠন ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বলেন, রমজানকে সামনে রেখে পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কায় ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর দেওয়া নিষেধাজ্ঞা এক দিন পরই প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহার করলেও আগামী দুই দিন পেঁয়াজ আমদানি করতে পারবেন না আমদানিকারকরা। কেননা এলসি ও আইপি করতে সময় লাগে। সে কারণে আগামী রোববার বা সোমবার থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হবে।

শেয়ার বাটন