Tuesday, May 14সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদের নামের তালিকা

প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা) থেকে : বিশিষ্ট শিক্ষা ও সমাজ সংস্কারক, অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক পীরে কামেল হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর হাতে গড়া প্রতিষ্ঠান ‘নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন’র কার্যকরী পরিষদ গঠন নিয়ে ৮ জুলাই’২৩ শনিবার বেলা সাড়ে ১১ টায় নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিশেষ সাধারণ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের এডহক কমিটির আহবায়ক আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে এবং এডহক কমিটির সদস্য সচিব ডা: নজরুল ইসলাম এর সঞ্চালনায় আগামী দেড় বছর (২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত) মেয়াদী অর্থাৎ ১১ ফেব্রুয়ারি’২৩ থেকে ৬ মাস এডহক কমিটির মেয়াদ বাদ দিয়ে অবশিষ্ট দেড় বছরের জন্য বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি-কে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদের সভাপতি করে পূর্বে প্রস্তুতকৃত খসড়ায় ৩০ এর স্থলে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্যদের নামের তালিকা অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক’র পক্ষে উপস্থাপন করেন হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা আলহাজ্জ মো: শফিকুল ইসলাম।

কমিটির খসড়া পেশের পর সভায় পাশ হওয়া নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তা বা সদস্যরা হলেন-

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি (সভাপতি), সাবেক প্রতিমন্ত্রী ডা: আফতাবুজ্জামান, সাতক্ষীরা (সহ-সভাপতি), আলহাজ্জ কাজী রফিকুল আলম, ঢাকা (সহ-সভাপতি), আলহাজ্জ এ এইচ এম মাহফুজুল হক, নলতা শরীফ /ঢাকা (সহ-সভাপতি), আলহাজ্জ শিক্ষক মো: সাইদুর রহমান, নলতা শরীফ (সহ-সভাপতি) ও আলহাজ্জ মো: শফিকুল ইসলাম, হবিগঞ্জ (সহ-সভাপতি)।

আলহাজ্জ প্রকৌশলী ড. কাজী আলী আযম, অস্ট্রেলিয়া প্রবাসী/ঢাকা (সাধারণ সম্পাদক), ডা: নজরুল ইসলাম, সখীপুর (যুগ্ম-সম্পাদক) ও আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, পাইকাড়া,নলতা (যুগ্ম-সম্পাদক),
আলহাজ্জ মো: মালেকুজ্জামান, নলতা শরীফ (সহ-সম্পাদক) ও আলহাজ্জ মো: রফিকুল ইসলাম বাচ্চু, নলতা শরীফ/ঢাকা (সহ-সম্পাদক), প্রধান শিক্ষক মো: আনোয়ারুল হক, নলতা চৌমোহনী (কোষাধ্যক্ষ) এবং নির্বাহী সদস্যগণ হলেন-

পদাধিকার বলে নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ (নলতা শরীফ),শফিকুল হুদা, নলতা শরীফ (পীর বাড়ী), আলহাজ্জ শিক্ষক মুজিবর রহমান (চন্ড্রীপুর,দেবহাটা), আসাদুজ্জামান (পারুলিয়া), শফিকুল আনোয়ার রঞ্জু (নলতা শরীফ টাউনপাড়া), ইকবাল মাসুদ (সখীপুর/ঢাকা), আলহাজ্জ আনিছুজ্জামান খোকন (নলতা শরীফ), তারিকুল ইসলাম (নলতা শরীফ টাউনপাড়া), আলহাজ্জ আবুল ফজল (নলতা শরীফ), অধ্যক্ষ তোফায়েল আহমেদ (নলতা শরীফ টাউনপাড়া), আলহাজ্জ আলমগীর খান (ঢাকা), আলহাজ্জ নাসিরুল আলম (গাজীপুর), মোক্তারুল হক বুলবুল (পীর বাড়ী), খায়রুল হাসান (পীর বাড়ী), আইটি বিশেষজ্ঞ এহছানুল হক (পীর বাড়ী/আমেরিকা প্রবাসী), আলহাজ্জ একরামুল রেজা (পীর বাড়ী), আলহাজ্জ একরামুল হক (মাঘরী, দেবহাটা), আলহাজ্জ মো: আনোয়ারুল ইসলাম (মাটিকোমরা,দেবহাটা), খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক ( নলতা শরীফ/ ঢাকা) এবং কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদ্য প্রয়াত সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ পুত্র এনাম মল্লিক (ঢাকা)।

প্রকাশ থাকে যে, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরী পরিষদের ৩০ সদস্যের বিপরীতে ৮ জুলাই’২৩ শনিবার বিশেষ সাধারণ সভায় ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ অনুমোদিত হয়।

পরবর্তীতে ৯ জুলাই রবিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দেড় বছর মেয়াদী নতুন কমিটির প্রথম সভায় আলহাজ্জ এ এফ এম এনামুল হক ও সেলিমউল্লাহ পুত্র এনাম মল্লিক এ দু’জনকে কোয়াফ করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি’২৩ অন্যান্য এজেন্ডার পাশাপাশি বার্ষিক সাধারণ সভায় মেয়াদোত্তীর্ণ কার্যকরি পরিষদ গঠন নিয়ে আলোচনা হয়। কিন্তু সকলে ঐক্যমত পোষণ না করায় দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও কার্যকরী পরিষদ গঠনের প্রস্তুতি গ্রহণের জন্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি কে আহবায়ক এবং ডা: নজরুল ইসলাম কে সদস্য সচিব করে ১১ সদস্য আহবায়ক কমিটি গঠিত হয়েছিল। পরবর্তীতে কাজের সুবিধার্তে কয়েকজন সদস্য কোয়াফ করা হয়।

শেয়ার বাটন