Wednesday, May 8সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নবাবগঞ্জের হেয়াতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এ আয়োজন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সোমবার (১লা মে) বিকেলে হেয়াতপুর বাজারে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে শ্রমিকদের বিভিন্ন সংগঠন “শ্রমিক বাংলাদেশ ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে।

র‍্যালী বাজারের বিভিন্ন সড়ক ঘুরে শেষে আলোচনা স্থলে এসে শেষ হয়।

র‍্যালীতে জাতীয় শ্রমিক লীগ, নির্মান শ্রমিক, ট্রাক ও ভ্যান শ্রমিক লীগ, কুলি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ঐক্য পরিষদ, মটর শ্রমিক পরিবহণ ইউনিয়ন, হোটেল এবং রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ নেয়।
৭নং দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায সংগঠনটির সভাপতি মোঃ আব্দুর রহমান বলেন, আমাদের সমাজে শ্রমিকদের ভূমিকা অনেক বেশি। শ্রমিক ছাড়া কোন কিছু উৎপাদন সম্ভব না। তারা আছে বলেই আমরা বিভিন্ন উৎপাদিত পণ্য ব্যবহার করতে পারি।
সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ আলী বলেন, শ্রমিক- মালিকদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করি। শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বদাই সোচ্চার রয়েছি। শ্রমিকদের দাবীসসমূহ পূরণ না হলে আগামীতে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ ফিরোজ কবির চৌধুরী প্রিন্স,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল কবির, আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোঃ ওবায়দুর রহমান, মোঃ গোলাম মর্তুজা ফটিকসহ শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন