Sunday, May 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আশাশুনিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা

বি এম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি,
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১ মে) সোমবার সকাল ১০ টায় উপজেলা শ্রমিকলীগের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, উপপ্রচার সম্পাদক বদিউজ্জামান মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম সাহেব আলী, উপজেলা যুবলীগ নেতা সরদার আমিরুল ইসলাম। বক্তারা বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটে। শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করবে, আমাদের এখন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করব। উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শিখা কবির, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ, বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাবেক ছাত্রনেতা গাউসুল আজম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন