Thursday, May 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় মিলনমেলা ছাড়াই সম্পন্ন হলো বিজয়া দশমী

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় কোন মিলনমেলা বা বড় কোন আয়োজন ছাড়াই সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজার বিজয়া দশমী। এবারো নদীতে নামতে পারেনি কোন নৌকা। দুই একটা নৌকা নেমেছিল প্রতিমা বিসর্জনের জন্য। এখন থেকে বিগত ১০ বছর আগেও এই ইছামতি নদীতে হলো দুই দেশের মিলনমেলা। অনেক দুর দুরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসতেন দেবহাটার ইছামতি নদীর এই সীমান্ত পারে। ভারতের পাশেও থাকতো হাজারো মানুষ। অনেকেই আসতেন সীমান্তের ছোয়া নিতে আবার অনেকে আসতেন আনন্দের পরশ নিতে। নদীর দুই পাশে ভাসতো শতশত নৌকা। কিন্তু গত ২০১২ সালে ভারতের কলকাতা যাদবপুর বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নৌকা ডুবিতে মারা গেলে ভারতের মিডিয়ার ব্যাপক নেতিবাচক দিক তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। তারপরের থেকেই ভারতীয় প্রশাসন মিলনমেলার বিষয়ে কড়াকড়ি আরোপ করে। আর বন্ধ হয়ে যায় মিলনমেলা। সেবছর থেকেই দুইদেশের মানুষ পৃথক পৃথকভাবে যার যার সীমান্তের মধ্যে থেকে প্রতিমা বিসর্জন দেয়। এবছরও সেই রকমভাবে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। তবে এবছর বাংলাদেশ সীমান্তে প্রতিমা বিসর্জন দেয়া হলেও ভারতের মানুষেরা প্রতিমা বিসর্জন দেইনি। মঙ্গলবার হওয়ার কারনে তারা ধর্মীয় কারনে বুধবার প্রতিমা বিসর্জন দেবে বলে জানা গেছে।

শেয়ার বাটন