Thursday, May 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় বিশ্ব হাত ধোয়া দিবস ও শেখ রাসেলের জন্মদিন পালিত

রফিকুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার ১৮ অক্টোবর শুরুতে বঙ্গবণন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি রেলি ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রেলি ও পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ রাসেল দিবসে হাসপাতালের আরএমও ডাঃ সাকিব হাসানসহ সিস্টার সুমাইয়া পারভীন, হোসনেয়ারা খাতুন ও মিতা বিশ্বাস শেখ রাসেল জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে শিশু রোগীদের খেলনা সামগ্রী বিতরণ করেন।

শেয়ার বাটন