Wednesday, May 8সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় আইডিয়ালের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রফিকুল ইসলাম: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং আইডিয়াল কর্মী ও উপকারভোগী সন্তানদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, আইডিয়ালের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক সভাপতি জম রিয়াজুল ইসলাম, পারুলিয়া এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক এস এম তৌহিদুল আলম ও আইডিয়ালের কোষাধ্যক্ষ প্রভাতী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়ালের কার্য্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি আব্দুস সবুর মলঙ্গী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইডিয়ালের পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম। সহকারী প্রোগ্রাম অফিসার সুব্রত বাছাড় এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোফাইন্যান্সের সমন্বয়কারী আবুল কালাম আজাদ, ফাইন্যান্স এন্ড অডিটের সমন্বয়কারী মাহবুবুর রহমান, আইডিয়াল কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সকল সদস্যবৃন্দ, বৃত্তি প্রাপ্ত আইডিয়াল কর্মী ও উপকারভোগীদের সন্তান এবং আইডিয়ালের সকল স্তরের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আইডিয়াল সংস্থাকে ভাল কাজের জন্য ধন্যবাদ জানান সাথে সাথে ভালো মনের মানুষ খুজে পুরষ্কৃত করার পরামর্শ দেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে এ+ প্রাপ্ত ১৬ জন ছাত্র-ছাত্রী কে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা এবং এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে এ+ প্রাপ্ত ০২ জন ছাত্র-ছাত্রী কে ২০,০০০/- (বিশ হাজার) টাকা করে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) আইডিয়াল মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের মানব কল্যান তহবিল হতে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার বাটন