Monday, May 20সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় অপুষ্টি পরিবারের মাঝে শিশুর পুষ্টি সামগ্রী বিতরণ

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার সদর ইউনিয়নে মারাত্মক অপুষ্টির শিকার ১৮টি শিশুর পরিবারের মাঝে ৩ মাসের পুষ্টি সামগ্রী (পুষ্টিকনা) ও ত্রিশটি করে ডিম সহায়তা প্রদান করা হয়েছে। দেবহাটা ইউনিয়ন সিএসও সদস্য ও রাইট টু গ্ৰো প্রজেক্টের ফ্যাসিলিটেটর এর উদ্যোগে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী, ২৪ইং) সকাল ১১ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি প্রোমোটারদের সহযোগিতায় উঠান বৈঠকে মায়েদেরকে পর্যাপ্ত জ্ঞান আহরনের জন্য এবং অপুষ্টি দূর করতে তাদেরকে যথেষ্ট সচেতন ও সহযোগিতা করা হচ্ছে। যার ফলে আজকের কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামীতে এ কার্যক্রম চলমান থাকবে এবং দেবহাটা ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ঘোষণা করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্য শরিফুল ইসলামসহ সকল ইউপি সদস্যগণ, সদর ইউনিয়ন সিএসও সচিব মোহাম্মদ ফিরোজ শাহ আলম, রাইট টু গ্রো প্রজেক্টের ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম, ইউনিয়ন সিএসও সকল সদস্য ও সেবা গ্রহীতা সকল মা ও শিশুরা। উল্লেখ্য, জরিপের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।

শেয়ার বাটন