Tuesday, May 7সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জ ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকারী নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনয় সভায় উপজেলার প্রেসক্লাব-১, প্রেসক্লাব- ২, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, রিপোর্টার্স ইউনিট, অনলাইন প্রেসক্লাব মিলিয়ে প্রায় শতাধিক সংবাদ কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সঠিক সময়ে তথ্য পাওয়ার দাবিসহ উপজেলার বসন্তপুর নৌ বন্দর সহ বিভিন্ন দার্শনিক স্থানগুলো উন্নয়ন ও সংস্কারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
সাংবাদিকদের বক্তব্য শেষে সদ্য যোগদানকারী নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস তার বক্তব্যে বলেন আমি সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা নিয়ে কাজ করে সামনে এগিয়ে যেতে চাই। সাংবাদিকরা হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ তাদের লেখনীর মাধ্যমে দেশ তথা সমাজ সহ কালীগঞ্জ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড সহ বিভিন্ন সমস্যা অন্যায় অনাচার কর্মকাণ্ডের বাস্তব বস্তুনিষ্ঠ চিত্র প্রকাশ পাবে। যাতে করে উপজেলা প্রশাসনের নজরে আসলে বিষয়টির প্রতি অতি দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। তবে সাংবাদিকদের এটাও৷ স্মরণ রাখতে হবে ভুল কোন মন গড়া অসত্য তথ্য দিয়ে আপনাদের লেখনি দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত বা বিরূপ কোন প্রভাবে না পড়ে সে দিক টার দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমার নিকট হতে সব ধরনের ন্যায় সঙ্গত সহযোগিতা পাবেন।

শেয়ার বাটন