Tuesday, May 7সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় যথযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং বীর মুক্তিযোদ্ধাগণ ডাকবাংলা মোড়ে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পুষ্পমাল্য নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) প্রদীপ, কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অ্যাডভোকেট কুতুবউদ্দিন জাফর উল্লাহ ইব্রাহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা ওজিহার রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন প্রমূখ। এ আলোচনা সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন