Saturday, May 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে হরতালের প্রভাব পড়েনি, আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: সারা দেশব্যাপী বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকা হরতালের কোন প্রভাব পড়েনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়। সকাল থেকে দোকানপাট, ব্যাংক বীমা, অফিস আদালত, হাট-বাজার খোলা ও স্বাভাবিক ছিল। কালিগঞ্জ থেকে দূরপাল্লার এবং জেলা সদরে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে কালিগঞ্জ থানা ওলীগের আয়োজনে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বেলা১১ টার সময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে একযোগে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফুলতলা গোল চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রতিবাদ সমাবেশে থানা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলি মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান সুমন, থানা আওয়ামী লীগের সদস্য ও সাবেক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও থানা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, রতন পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এর নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। বক্তারা বলেন বিএনপি’-জামায়াতের নৈরাজ্য আর সহ্য করা হবে না তারা ধ্বংসাত্মক জ্বালাও পোড়াও কার্যক্রম করে গত ২৮অক্টোবর ঢাকার রাজপথে পুলিশকে পিটিয়ে হত্যা, গাড়িতে আগুন সহ নানা রকম নৈরাজ্য সৃষ্টি করে দেশে আগামী নির্বাচন বানচাল করার পায়ধারা চালাচ্ছে। এখন থেকে আর নয় প্রতিরোধ এখন থেকে হবে প্রতিশোধের মাধ্যমে উপযুক্ত জবাব দেয়া হবে। সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থেকে আগামী কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শেয়ার বাটন