Sunday, May 19সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

Tag: উবারের দাবি

উবারের দাবি, তাদের সেবায় নারী ‘নিরাপদ’

উবারের দাবি, তাদের সেবায় নারী ‘নিরাপদ’

জাতীয়
হাফিজুর রহমান, ঢাকা থেকেঃ গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে, নারীদের যাতায়াত নিরাপদ করেছে এই সেবা। ৯৬ শতাংশ নারী যাত্রী জানিয়েছেন, উবার বেছে নেয়ার কারণই ছিল নিরাপত্তা। গবেষণায় অংশ নেয়া ৭২ শতাংশ নারী যাত্রী জানিয়েছেন, রাতে দেরি করে বাড়ি পৌঁছানো এখন আগের তুলনায় সহজ। নারীদের একা যাতায়াতে নিরাপত্তার যে সংকট, তার অনেকটাই দূর করার দাবি করছে অ্যাপভিত্তিক গাড়ি ভাড়ার সেবা উবার। প্রতি ১০০ নারী যাত্রীর মধ্যে ৯৬ জনই এই সেবা গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেছেন বলে উবারের নিয়োজিত একটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে। এতে এসেছে, যাত্রীরা সহজে গাড়ি ভাড়া করতে পারে বলে গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে তাদের পৌনে ২ কোটি ঘণ্টা সময় সাশ্রয় হয়েছে। অন্যদিকে চালকরাও বেশ লাভবান হচ্ছেন। তারা এক বছরে বাড়তি আয় করেছেন ৫০ কোটি টাকার বেশি। সব মিলিয়ে এই সেবা কেবল ২০২১ সালেই বাংলাদেশের অর্থনীতিতে সাড়ে...