সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ শুরু,অংশ নিচ্ছে ডিএমপিসহ ৯টি দল
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুরু হলো ‘সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ-২০২৪’।গতকাল রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।অনুষ্ঠানে বিজিবি’র মহাপরিচালক বলেন, স্বাধীনতার পরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের খেলাধুলার যে পটভূমি তৈরি করেছিলেন ও উৎসাহ দিয়েছিলেন তার মধ্য দিয়ে আমাদের আজ পর্যন্ত পথচলা। জাতির পিতার পথ ধরে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি ধরে রেখেছেন। আমাদের সেই উৎসাহ উদ্দীপনা কাজে লাগিয়ে কাবাডি ফেডারেশনের মতো অন্য যে ফেডারেশন...