
৫ ভরি চোরাই স্বর্ণ সহ নলতার এক জুয়েলারি ব্যবসায়ী আটক
হাফিজুর রহমান ঢাকা থেকে: গত ২৪ সেপ্টেম্বর ১ রাতে ২বাড়িতে দুধর্ষ চুরির ঘটনায় চোরাই ৩ লক্ষ ৫৫ হাজার টাকা ৪ ভরি ৫ আনা ২ রতি স্বর্ণসহ ইউনুস আলী গাজী( ৪২) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক খবির হোসেন, আবু সাঈদ, সহ কারি উপ- পরিদর্শক জিল্লুর রহমান রবিবার (২ অক্টোবর) বেলা ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা শরীফ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটকৃত ইউনুস আলী নলতা গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর পুত্র। সে দীর্ঘদিন যাবত নলতা বাজারের মা ও শিশু উপ স্বাস্থ্য কেন্দ্র সড়কের পাশে শাপলা জুয়েলার্স নামে ১টি দোকান পরিচালনা করে আসছিল। জুয়েলাস ব্যবসায়ের অন্তরালে সে নিজে চুরি-ডাকাতি সহ চোরাই লুন্ঠিত মালা মাল স্বর্ণ কিনে আসছিল। প্রথমে তাকে দোকান থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার জিজ্ঞাসাবাদে বাড়ি হতে নগদ ৩লক্ষ ৫৫ হাজার টাকা.,৪ভরি ৫...