নলতায় প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইলের মাধ্যমে ধর্ষনের অভিযোগে যুবক আটক
হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ধারণ করা মেলামেশার নীল ছবির ফাঁদে ফেলে ১ প্রবাসীর স্ত্রীর সঙ্গে দিন-দুপুরে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় বেরসিক জনতার হাতে রিপন কসাই নামে ১ যুবক আটক হলেও দাদা আওয়ামী লীগ নেতা পিয়ার আলীর হস্তক্ষেপে মোটা অংকের টাকায় দফা রফা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মোবারক নগর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মনিরুল ইসলামের দেওয়া ভাড়া বাড়িতে গত ১ ডিসেম্বর (বেলা ১২টার) দিকের ঘটনা নিয়ে হাট বাজার জুড়ে এখনো থামেনি আলোচনা সমালোচনার ঝড়। আর এই বিষয়টি পুঁজি করে এলাকার উঠতি বয়সের বখাটে যুবক এবং কথিত সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তিরা অর্থ-বাণিজ্যের ধান্দায় হয়রানি করে আসছে। নলতা গ্রামের রবিউল, শফিকুল ,সাঈদসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় দেবহাটা থানার কামটা গ্রামের ১ প্রবাসীর স্ত্রী তার শিশু পুত্রকে ন...