Thursday, May 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

২০ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের ২০ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। আগামী ২ অথবা ৩ এপ্রিল থেকে শুরু থেকে পারে রমজান মাস। ঈদ হবে মে মাসের ২ তারিখে দিকে। এরপরই পুরোদমে প্রক্রিয়া হাতে নেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭শে মার্চ) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২০ মে অর্থাৎ ঈদের পরপরই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। ২০০৭ সালের পহেলা জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম কেবল তাদের এই কার্যক্রমে অর্ন্তভূক্ত করা হবে। এরপর একটি নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তাদের ফটো, ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়ে ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করতে হবে।

শেয়ার বাটন