Saturday, May 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

হঠাৎ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা সহ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ের কর্মচারীদের সংগঠন রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

কোনো স্টেশন থেকে ট্রেন না ছাড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে আমাদের লোকো মাস্টাররা। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরাও কিছুটা বিপদে পড়েছি।

বিষয়টির সুরাহা করতে ঢাকার রেলওয়ে লোকোশেডে রেলমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং রেলওয়ের মহাপরিচালক লোকো মাস্টারদের সঙ্গে আলোচনায় বসবো। আশা করছি দ্রুত এর সমাধান হবে।

উল্লেখ্য, লোকো মাস্টাররা ১০০ বছর আগে থেকে পেনশনের সাথে ৭৫ শতাংশ মাইলেজ ভাতার একটি বিশেষ সুবিধা পেয়ে আসছিলেন। আইবাস অ্যাকাউন্টিং সিস্টেম চালু হওয়ার পর তারা সেই সুবিধাটা পাচ্ছেন না। ১০০ বছরের পুরনো এই সুবিধা ফিরে পেতেই তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়ার পর্যন্ত তারা চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন।

শেয়ার বাটন