Tuesday, May 14সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

স্বাস্থ্য সেবায় এগিয়ে দেবহাটা, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করলেন আট চিকিৎসক

আবু তালেব, সাতক্ষীরা: সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সএ গতকাল আটজন চিকিৎসক যোগদান করলেন। বিয়ালি­শতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন নবীন এই চিকিৎসকদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে বরন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ লতিফের নেতৃত্বাধীন অপরাপর চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারিরা। সা¤প্রতিক সময় গুলোতে স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা ব্যবস্থায় গতি থাকলেও চিকিৎসক সংকট ছিল, গতকাল আট নবীন চিকিৎসকের যোগদানের মধ্য দিয়ে চিকিৎসালয়টিতে স্বাস্থ্য সেবার পূর্ণতা পাবে এমন আশা করছেন এলাকাবাসি। উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোশাররফ হোসেন মশু, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ বারী মোল­্যা, প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল, সমাজসেবক আবুল হোসেন প্রমুখ। ডাঃ মাহবুব আলমের সঞ্চালনায় যোগদান করা চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ সাকিব হাসান, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ যোগদানকৃতদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি উৎসবমুখর পরিবেশে যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন। যোগদান করা চিকিৎসকরা হলেন যথাক্রমে ডাঃ সাকিব হাসান, ডাঃ শফিউর রহমান, ডাঃ রায়হানুল আবেদীন, ডাঃ সোভন মলি­ক, ডাঃ বুশরা রহমান, ডাঃ ফতেমা ফারহানা, ডাঃ রেহানা।

শেয়ার বাটন