Tuesday, May 7সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সখিপুর আহ্ছানিয়া মিশনে ঈদে মিলাদুন্নবী পালিত

রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। সোমবার ১০অক্টোবর, ২২ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সন্ধ্যার পর থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। আমাদের প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও ওফাতের দিন ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী (সা:) সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দে ঐ একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই দিনটি বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র “ঈদে মিলাদুন্নবী” হিসেবে পালন করেন। দিবসটি পালন উপলক্ষ্যে দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমাদের বিশ্বনবীর জন্মদিন পালন করা হয়েছে। জম্মদিন পালন উপলক্ষ্যে মিশন কমিটির সভাপতি আলহাজ্ব ছালামতুল্লাহ গাজীর অনুপস্থিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন সখিপুর আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি মোখলেছুর রহমান সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের যুগ্ম সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য ইকবাল মাসুদ, সদস্য আলহাজ্ব আবুল ফজল, আলমগীর খান, রফিকুল ইসলাম বাচ্চুসহ আরো অনেকে।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট দ্বীন ও ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাদ্দিস হজরত মাওলানা আলহাজ্ব আবু সাঈদ (রংপুরী)। দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আমিনুর রহিম।এছাড়াও বক্তব্য রাখেন মসজিদের ইমাম হাফেজ ইমদাদুল হক। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনীর উপর শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধির জন্য মিলাদ, দুরুদ পাঠ, মোনাজাত ও তাবারুক বিতরন করা হয়।

শেয়ার বাটন