Saturday, May 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

মাদক থেকে মুক্তির একমাত্র উপায় খেলাধুলা

মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল। দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী ফুটবল বিতরণ করার সময় চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন,খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। মাদকের ভয়াবহতা ঠেকাতে চেয়ারম্যানের এ মহৎ উদ্যোগ ইউনিয়নে সাড়া ফেলেছে।

২৬ অক্টোবর ইউনিয়নের ৬নং ওয়ার্ড হোসেনপুরের যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। খেলাধুলায় ব্যস্ত রাখতে মাদকদ্রব্য সেবন ও সরবরাহ থেকে দুরে রাখতে এই ব্যবস্হা গ্রহণ করেন তিনি। ইউনিয়নের সকল যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে তিনি পর্যায়ক্রমে যুবকদের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। ফুটবল বিতরণের সময় ওয়ার্ড সদস্যসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আব্দুল মালিক মন্ডল পূনরায় বলেন,বর্তমান প্রেক্ষাপটে গ্রাম শহরে মাদকের সরবরাহ সেবন বেড়েই চলেছে। মাদকের কারণে প্রতিটি যুবকের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে। যুবকেরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন এই দেশের হাল ধরবে। প্রতিটি যুবককে সুস্থ জীবনে ফিরে নিয়ে আসতে হলে তাদেরকে বেশী করে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। এই কারনে আমার ইউনিয়নেইউনিয়নে খেলাধুলার উপর বেশী জোর দিয়েছি।

শেয়ার বাটন