Sunday, May 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

“মাদকাসক্তি ও মানসিক রোগে পরিবারের ভূমিকা” বিষয়ক পারিবারিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র গাজীপুরের আয়োজনে “মাদকাসক্তি ও মানসিক রোগে পরিবারের ভূমিকা” বিষয়ক পারিবারিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গাজীপুর সেন্টারের হলরুমে এসিস্ট্যান্ট সেন্টার ম্যানেজার মারুফ হোসেনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একজন চিকিৎসাধীন ক্লায়েন্ট পবিত্র কোরআন তেলাওয়াত করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করেন মেডিকেল অফিসার ডঃ হাসিব আহমেদ খান। এসময় সেন্টারের চিকিৎসা প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রিকভারি ক্লায়েন্টদের অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা ও সুচিন্তিত মতামত ব্যক্ত করেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের সাইনটিস্ট ডঃ মোঃ আব্দুর রহমান। সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলি। তিনি মাদকাসক্তি ও মানসিক রোগ, পরিবার ও পরিবারের গঠন, পরিবার তন্ত্র, কার্যকর ও অকার্যকর পরিবার, পারিবারিক সহনির্ভরশীলতা, মাদকাসক্তি চিকিৎসায় পরিবারের ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সুস্পষ্ট ব্যাখ্যাসহ ফুটিয়ে তুলেন। তিনি DAM HEALTH এর APP সম্পর্কে আলোকপাত করে সকলকে Install করতে উৎসাহিত করেন। প্রশ্নোত্তর পর্বে তিনি অভিভাবকদের প্রশ্নের উত্তর অত্যন্ত দক্ষতার সাথে দেন। সভায় আরো উপস্থিত ছিলেন কাউন্সেলর মোঃ নুরনবী ও মোঃ রাসেল আরাফাত সম্পদ। পরে কেস ম্যানেজার মোঃ আব্দুল মান্নান সকল উপস্থিতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে পারিবারিক সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় ২৩ টি পরিবার থেকে মোট ৫৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন