Monday, May 13সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

বিকট শব্দে বারিধারায় বিস্ফোরণ, আগুন

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর বারিধারা আবাসিক এলাকায় একটি ভবনে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার বেলা ১১টার দিকে বারিধারা আবাসিক এলাকার কে ব্লকের ৬ নম্বর রোডের ১৫ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা পোস্টকে বলেন, সকালে ৩ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো হয়। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিসের কর্মীরা জানতে পেরেছেন নিচতলায় একটি ফাঁকা ঘরে দীর্ঘদিন জমে থাকা গ্যাসেই বিস্ফোরণ হয়েছে।

এ ঘটনায় বাড়ির মালিক আসিফ সাদেক এবং তার ভাগিনা দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেবে ফায়ার সার্ভিস। ভবনটির সামনে পার্ক করে রাখা একটি গাড়িও এ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্রিজের গ্যাস এবং এলপি গ্যাসের সমন্বয় বিস্ফোরণটি হয়েছে।

শেয়ার বাটন