Friday, May 17সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নাঙ্গল নিয়ে সাতক্ষীরায় ফিরেছেন ৪ জন

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ২৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী তালা – কলারোয়া- ১ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বক্স। সাতক্ষীরা সদর -২ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু মনোনয়ন পেয়েছেন। আশাশুনি -দেবহাটা -কালিগঞ্জ (আংশিক) নিয়ে- ৩ আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আলিফ হোসেন এবং সাতক্ষীরা- ৪ শ্যামনগর – কালীগঞ্জ(আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং সাবেক মথুরেশ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর ৪ টি আসনে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির প্রার্থী ঘোষনা হওয়ায় জাতীয় পার্টির নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে প্রাণ চঞ্চল্য, উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দলীয় নেতা কর্মীরা সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির পুরাতন দুর্গ কে আবারো ভোট বিজয়ের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে আনার আশা ব্যক্ত করেছেন।

শেয়ার বাটন