Monday, May 6সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

মোঃ শাহীন‌উজ্জামান শাহীন, নিজস্ব প্রতিনিধি: নবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতিউর রহমান শামীম।

নবাবগঞ্জে আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে ১দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মতিউর রহমান শামীম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান ভূঁইয়া কিসমত,সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান শিকদার।

আয়োজন সম্পর্কিত মেলায় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান ডিজিটাল উদ্ভাবনী মেলার নির্দেশিকা বিষয়ে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক দিকনির্দেশনায় প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম সম্ভব হয়েছে।

উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ কে টেকসই লক্ষ্য মাত্রা অর্জনে মডেল SDG এসডিজি রাষ্ট্র ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছেন বলে অভিহিত করেন।

নির্দেশিকায় আরো বলা হয়েছে,প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবন কে আরো সহজ সমৃদ্ধ ও ম্মার্ট করে গড়ে তুলতে সারা দেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করেছেন ডিজিটাল উদ্ভাবনী মেলার।

এর মাধ্যমে অংশ গ্রহণ মূলক ও অন্তর্ভুক্তি মূলক উদ্ভাবনে আগামীর লক্ষ্য মাত্রা অর্জন করা সহজ হবে। নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান বলেন,উপজেলা পর্যায় হতে প্রাপ্ত উদ্ভাবন সমূহ যাচাই-বাছাই করে জেলা পর্যায়ের উদ্ভাবনী মেলায় প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি জানান আজ ১৬ নভেম্বর ২০২২ নবাবগঞ্জ পাইলট গার্লস হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলা আজ সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত এ মেলা প্রদর্শিত থাকবে।

এসময় উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন,আপনাদের উদ্ভাবনী সক্ষমতা এক সময় অনেক দূরে নিয়ে যাবে। কোন ফার্ম তুমাদের এই উদ্ভাবনী প্রযুক্তি ইনভেস্টররা খুঁজে নিবে। এতে রাতারাতি তুমরা উচ্চ শিখরে পৌঁছে যাবে।

শেয়ার বাটন