Friday, May 17সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ধানমন্ডি থেকে দুই ছিনতাইকারীসহ প্রাইভেটকার জব্দ

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: গত দিবাগত রাতে ধানমন্ডি মডেল থানাধীন আবাহনী মাঠের পিছনে রোড নং ১৩/এ ওয়াসার অফিসের সামনে বাদী জনাব আশিকুজ্জামান(২৩) ও বাদীর বড় ভাইসহ হাজারীবাগ থানাধীন বাসায় রিক্সাযোগে যাওয়ার সময় রাত্রী অনুমান ০১.৩০ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে পৌছিলে ছিনতাইকারীরা প্রাইভেট কার দ্বারা রিক্সার গতিরোধ করে। পরবর্তীতে ছিনতাইকারীরা বাদী ও তার বড় ভাই কে চাপাতি দ্বারা ভয়ভীতি দেখাইয়া বলে যে,তোদের কাছে যা আছে দিয়ে দে বলে বাদীকে আঘাত করে বাদী ও বাদীর ভাইয়ের কাছ থেকে দুইটি স্যামসাং মোবাইল, নগদ ২২০০/- টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে নেয়। বাদীর চিৎকারে ধানমন্ডি থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি অবগত হয়। উক্ত বিষয়টি অফিসার ইনচার্জকে অবগত করলে অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার সকল টহল পার্টি কে সতর্ক করিয়া এবং বিষয়টি ডিএমপি কন্ট্রোল রুমকে অবগত করে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করে। উক্ত ছিনতাইকারীদের গাড়ী ধাওয়া করে কল্যানপুর বাসস্ট্যান্ড গিয়ে বিভিন্ন টহলরত পুলিশের সহায়তায় সর্তকতার সহিত ছিনতাইকারীদ্বয়কে গাড়ীসহ আটক করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে বাদী থানায় এজাহার দায়ের করলে ধানমন্ডি মডেল থানার মামলা নং ১৯, তাং ২৬.১১.২৩ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়। ছিনতাইকারীদ্বয়কে যথাযথ ভাবে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জর করে। আসামীদ্বয় বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছে। উদ্ধার- ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেট কার, একটি স্যামসাং মোবাইল, দুইটি চাপাতি, একটি মোবাইলের ব্যাক কাভার, নগদ ১২০০/- টাকা।
এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার্স ইনচার্জ মোঃপারভেজ ইসলাম (পিপিএম বার)আরোও জানান,তাদেরকে রিমান্ডে নিয়ে আসে ছিনতাইকারী সংক্রান্ত আরো ঘটনা উৎঘাটিত হয়েছে ও তারা একটি সংবদ্ধ চক্র প্রাইভেটকার নিয়ে তারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে বলে জানান।

শেয়ার বাটন