Tuesday, May 7সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ৫ শিক্ষার্থীর মেডিকেলে চান্স

আবু তালেব, বিশেষ প্রতিনিধি : সদ্য প্রকাশিত সারাদেশের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় সাতক্ষীরা জেলার দেবহাটার ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী চান্স পাওয়ার গৌরব অর্জন করেছে।

কৃতি ৫ শিক্ষার্থীরা হলেন-
কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো.আকবর আলী’র কনিষ্ঠ পুত্র শিহাব যুহরী,কায়েস হোসেন, মমতাজ পারভীন,সুরাইয়া রুশনি ও ইমরান হোসেন।

পূর্বের ধারা অব্যাহত রেখে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় কৃতি শিক্ষার্থীদের সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন, কলেজের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ সকল শিক্ষকমন্ডলী,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,কলেজের শিক্ষক ও সংবাদকর্মী মো.আবু তালেব, প্রভাষক ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুজ্জামান (মহসিন) তথা বিভিন্ন মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার বাটন