Saturday, May 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটা গ্রামীন প্রাকৃতিক দৃশ্য বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা গ্রামীন প্রাকৃতিক দৃশ্য বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায়, আশার আলো সংস্থার আয়োজনে Health Center in Devhata Upazila, (Sub-District) District – Satkhira, Bangladesh আওতায় আমেরিকাকেয়ারস এর সহযোগিতায় এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল “গ্রামীন প্রাকৃতিক দৃশ্য”। দেবহাটা উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত ১ম শ্রেণী থেকে ৬ষ্ট শ্রেণী পর্যন্ত মোট ৩১ জন (ছাত্র-১৫, ছাত্রী-১৬) ছাত্র ছাত্রী সহযোগিতায় অংশগ্রহন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-আশার আলোর নির্বাহী পরিচালক,
আবু আব্দুল্লাহ আল আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিত্রশিল্পী মোঃ মোস্তফাকামাল (মন্টু), বিশিষ্ট চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম খলিল (বাবু) দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আব্দুল আজিজ, ও আশার আলোর প্রধান হিসাব রক্ষক মোঃ ফজলুর রহমান,প্রত্যেক অংশগ্রহনকারী কে, রং পেন্সিল, কাটার, ইংরেজির, আর্ট পেপার ও একটি কাঠ পেন্সিল প্রদান করা হয়। ছাত্র-ছাত্রী ও অবিভাবকের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। প্রত্যেক অংশগ্রহনকারী খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহনকরতে পেরে অত্যান্ত আনন্দিত। সমগ্রহ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ ইকবাল হোসেন, প্রোজেক্ট অফিসার, আশার আলো, সখিপুর, দেবহাটা এবং সার্বিক সহযোগিতা করেন আশার আলোর কমিউনিটি স্বাস্থ্য কর্মীগণ।

শেয়ার বাটন