Sunday, May 19সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটার কুলিয়ায় সাইনবোর্ড টাঙিয়ে ৮ লাখ টাকা নিয়ে উধাও

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাইনবোর্ড টানিয়ে লোন দেয়ার কথা বলে তিন দিনের মধ্যে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ‘জনকল্যাণ সংস্থা’। সাত-আট জনের একটি চক্র দেবহাটার উপজেলায় কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা বাজারে সাইনবোর্ড ঝুলিয়ে শতাধিক মানুষের এ পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। লাখ টাকার লোনে সঞ্চয় ১০ হাজার, দুই লাখে ২০ হাজার এমন প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে এ চক্রটি লাপাত্তা হয়ে গেছে। একটি সাইনবোর্ড, বাকিতে কেনা ২টি টেবিল, একটি আলমারি, কয়েকটি রেজিস্টার্ড নিয়ে চক্রটি এমন প্রতারণা করেছে। শশাডাঙ্গা বাজারে নজরুল ইসলামের একটি ঘর মাসিক ৩ হাজার টাকার ভাড়া চুক্তিতে এমন অপকর্ম করেছে। সোমবার থেকে বুধবার এ তিন দিনে এ পরিমাণ অর্থ হাতিয়ে নেয় এ চক্রটি। রবিবার রাতে ‘জনকল্যাণ সংস্থা’ নামে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। যেখানে লেখা রয়েছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গভঃ রেজিঃ নং ঢ-০৫৭০/১৯৯০ ইং মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ উল্লেখ রয়েছে। এরপর কুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে লোন দেয়ার নামে ৫/৭ জনকে নিয়ে দল গঠনে নেমে পড়ে। বৃহস্পতিবার থেকে লোন কার্যক্রম শুরু হবে বলে জনপ্রতি সর্বনিম্ন পাঁচ হাজার এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, জামানতের চেয়ে ১০গুণ বেশি লোন দেয়ার প্রলোভনে পড়ে সঞ্চয় বাবদ এ টাকা দেয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

শেয়ার বাটন