Thursday, May 9সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় ‘ম্যান ফর ম্যান’ ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রফিকুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও সাতক্ষীরা জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ মার্চ, ২০২৩ ইং সকাল থেকে বিকাল পর্যন্ত ২টি সেশনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যান ফর ম্যান এর প্রতিষ্ঠা সভাপতি ইমরান হোসেন হৃদয়। অলিউল ইমলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আলহাজ্ব আব্দুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর ওহাব, সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠন নেক্সাস সাতক্ষীরার পরিচালক মঈনুল আমিন মিঠু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক জিএম তারেক মনোয়ারসহ ম্যান ফর ম্যান এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বক্তব্য রেখে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হলো বাড়ির ভাত খেয়ে বনের মহিষ তাড়ানোর মতো অবস্থা। বাংলাদেশে সকল কাজের মর্যাদা আছে, রাষ্ট্রীয় স্বীকৃতি আছে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনদের কোন রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে যাতে স্বেচ্ছাসেবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয় সেজন্য দাবী জানানো হয়। অনুষ্ঠানে সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে সামাজিক ও মানবিক কাজের অবদানের জন্য ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার বাটন