Saturday, May 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত-২০

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ও পারুলিয়া গ্রামের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর গত চব্বিশ ঘন্টায় প্রায় ২০ জনকে কামড়িয়ে মারাত্মক যখম করেছে। সময় যত গড়াচ্ছিল এলাকায় তত আতঙ্ক ছড়িয়ে পড়ছিল অবশেষে রবিবার ১৪ (আগস্ট) আনুমানিক ১২ টার দিকে দেবহাটার পারুলিয়া সমিল এলাকায় ৩০ জনের মত একটি দল কুকুরটিকে মারতে সক্ষম হয়েছে।এ সমস্ত কুকুরে কামড়ানো রোগীদের মধ্যে ১৪ জন রোগী দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় কয়েকজন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১৪ জনের মধ্যে ভ্যাকসিন দিয়ে ৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩ জনই পুরুষ, ১১ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছেন এদের মধ্যে ৫ জন পুরুষ ৫ জন নারী এবং ১ জন শিশু, বেশ কয়েকজন মারাত্মক ক্ষত নিয়ে চিকিৎসা রত অবস্থায় আছেন এমনটি জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাকিব হাসান বাঁধন, হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুল লতিফ বলেন, কুকুরের কামড়ে বাসায় নিজে নিজে চিকিৎসা বা ওঝার কাছে গিয়ে কোনপ্রকার ঝাড়ফুঁক করাবেন না, হাসপাতালে আসুন, র‍্যাবিস ভ্যাক্সিন গ্রহণ করুন। বর্তমানে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যেই জলাতঙ্ক তথা র‍্যাবিসের ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে,শুধুমাত্র কামড়ে গভীর ক্ষত হলেই কেবলমাত্র এক ডোজ ইমিউনোগ্লোবিউলিন এর ইনজেকশন কেনা লাগবে রোগীকে,বাকি সবই ফ্রি পাবেন হাসপাতালে। মনে রাখবেন র‍্যাবিস একটি প্রাণঘাতী রোগ, সতর্ক থাকুন,সুস্থ থাকুন।

শেয়ার বাটন