Sunday, May 12সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় নজরুল স্মৃতি ভূমিতে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ অগ্নিবীণা জেলা সংসদ সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ দেবহাটা টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় নজরুল স্মৃতি ভুমিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক, মুর্শিদাবাদ ভারত, জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ঢাকা, এইচ এম সিরাজ। সম্মানিত আলোচক পুলিশ সুপার কমান্ড্যন্ট সাতক্ষীরা, মোঃ বেলায়েত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সভাপতি অগ্নিবীণা সাতক্ষীরা, প্রাণ কৃষ্ণ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক অগ্নিবীণা রাজশাহী বিভাগীয় সংসদ হাবিবুর রহমান হাবিব তিনি নজরুল স্মৃতি ভূমি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন কাজী নজরুল ইসলাম টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন, প্রমাণ হিসেবে কবি নজরুলের ছোট ছেলের স্ত্রী কল্যাণী কাজীর লেখা একটি বইয়ে উল্লেখ আছে বইটির নাম “সবে কথায় নজরুল”
আরো উপস্থিত ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ তদন্ত নূরে সালাম সিদ্দিকী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলাম। সমাজসেবক ও নারী অধিকার উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব রফিকুল ইসলাম। বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও আহবায়ক জেলা প্রেসক্লাব ফারুক মাহবুবুর রহমান। প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। স্কুল ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্যগণ, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। নজরুল সংগীত পরিবেশনায় অগ্নিবীনার শিল্পী বৃন্দ ও দেবহাটার স্থানীয় শিল্পী বৃন্দ। মিডিয়া পার্টনার দৈনিক পত্রদূত, দৈনিক কালের চিত্র ও দৈনিক হৃদয়বার্তা। সঞ্চালনায় ছিলেন অগ্নিবীণার সাতক্ষীরা সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ।

শেয়ার বাটন