Sunday, May 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাধারন মানুষদের মানববন্ধন পালিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী গত প্রায় ১ বছর আগে খুলনার পাইকগাছা থেকে বদলী হয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোদগান পরবর্তী তিনি দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, অবৈধ দখলদারদের নিকট থেকে সরকারী ভূমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান, অবৈধভাবে ইছামতি নদী থেকে বালু কাটা বন্ধ করাসহ দেবহাটা উপজেলাকে একটি আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে কাজ শুরু করেন। যার কারনে কিছু অশুভ চক্রের রোষানালে পড়েন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সেই অশুভ চক্রটি ইউএনওর বদলী করিয়েছেন বলে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সাধারন মানুষের অভিযোগ। গত সপ্তাহে ইউএনওর বদলীর আদেশ আসলে তারা ক্ষোভে ফেটে পড়েন। যার কারনে রবিবার ১৩ নভেম্বর, ২২ ইং সকাল সাড়ে ১০ টার সময় দেবহাটা উপজেলার পরিষদের সামনে দেবহাটা-সখিপুর সড়কে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিদের ব্যানারে দীর্ঘক্ষন মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোফাজ্জেল হোসেন মোফা,দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য হীরা, ইউপি সদস্যা ফারহানা পারভিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ইউএনও খালিদ হোসেন একজন কর্মমুখর মানুষ। তিনি সার্বক্ষনিক সাধারন মানুষের সেবায় কাজ করেন। সরকারী নির্দেশনা বাস্তবায়ন করতে তিনি কখনো কার্পন্য করেননা। বক্তারা বলেন, ইউএনও খালিদ হোসেনকে যেকোন সময় যেকোন প্রয়োজনে মানুষ কাছে পায়। তিনি যোগদানের পরে উপজেলার চেহারা পরিবর্তন করে দিয়েছেন। যেসকল অশুভ চক্র ইউএনওর নিকট থেকে অবৈধ সুবিধা নিতে পারেননি তারাই ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বদলীর আদেশ করিয়েছে। বক্তারা ইউএনওর বদলীর আদেশ স্থগিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে, সকল কাজ বাস্তবায়ন করতে এবং সাধারন মানুষের দাবীর প্রেক্ষিতে ইউএনও খালিদ হোসেনের বদলীর আদেশটি স্থগিত করা হোক।

শেয়ার বাটন