Wednesday, May 15সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ডিএমপির লালবাগ জোনে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: গত শনিবার সকাল ১১:৩০ টায় কোতোয়ালি থানায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন।
জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকল্পে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানানো হয়। এছাড়াও সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনা হয়।
এসময় কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহিনুর ইসলাম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলা, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি সজল হোসেন, সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি বেল্লাল হোসেনসহ কোতোয়ালি থানার ব্যবসায়িক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন