Wednesday, May 8সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জয়পুরহাটে পৃথক দুটি হত্যা মামলায় মৃত্যুদ্বন্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে পৃথক দুটি মামলায় সন্তানসহ স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ্বন্ড ও মামাকে হত্যার দায়ে ভাগ্নের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম সদর উপজেলার পুরানাপৈল গ্রামে মামাকে হত্যার দায়ে আলাউদ্দিন নামে একজনকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডসহ দুলাল হোসেন নামে এক জনকে খালাস ও অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন ক্ষেতলাল উপজেলার হাপানিয়া গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে রেজাউল করিম ভাদু নামে এক জনের মৃত্যুদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেন, সদর উপজেলার পুরানাপৈল পস্চিম পুরুলিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আলাউদ্দিন (৫৫) ও মৃত্যু দন্ডপ্রাপ্ত হলেন, ক্ষেতলাল উপজেলার হাপানিয়া গ্রামের রেজাউল করিম ভাদু।

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল।

শেয়ার বাটন