Thursday, May 9সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে জমি নিয়ে ভাই, বোনের দ্বন্দ্বে তালেবের দফা রফা সারা

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ আমাদের দেশে গ্রাম্য একটি প্রবাদ প্রচলিত আছে যেটা আমাদের সবারই জানা। শীল পাটায় ডলা ডলি, মরিচের দফা রফা সারা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধ কাটি গ্রামের বাবার জমি জমা নিয়ে ভাই বোনদের ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে আওয়ামী লীগ নেতা আবু তালেব সরদারকে মামলাবাজ,ভূমি দস্যু, সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি মহল দফারফা সারা করে ফেলেছে। রীতিমতো বিষয়টি নিয়ে এখন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে দু, পক্ষের মধ্যে রক্তখয়ী সংঘর্ষ ঘটতে পারে। রবিবার দুপুরে সরেজমিনে বন্ধ কাটি গ্রামে গেলে বন্ধ কাটি গ্রামের আব্দুল খালেক, মোনায়েম, জলিল, রেজাউল সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান বন্ধ কাটি গ্রামের মৃত আলহাজ্ব আনসার আলী বন্ধ কাটি, কালিকাপুর, মৌজার ৩৯০,২৭০, ৩৪১, ৩৬২ নং এস, এ খতিয়ানের বি, এস ১১৯২,১৩২৪, ১১৯৭, ১১৭৮, ১১৭৯, ১১৮০ দাগ হতে ৪ একর ৮ শতক জমি পুত্র মোনায়েম আলীর নামে গত ২৫/ ৯ /২০০৮ ইং তারিখে কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের ৩৮৫৩ নং হেবা দলিল মূলে রেস্ট্রি করে দেন। সেই থেকে ভোগ দখলে থাকা অবস্থায় ১ একর ৮৮ শতক জমি মুকুন্দ মধুসূদন পুর গ্রামের আবু তালেব সরদার কে ঘের করার জন্য লিজ দিতে চাইলে অন্যান্য ভাই বোনেরা বাধা দিলে আবু তালেব সরদার স্বেচ্ছায় ঘের করবে না বলে পিছিয়ে আসে। তারপরও আপন ভাইবোনদের ভিতরে বিরোধকে পুঁজি করে এক সময় কার ভাংড়ি ব্যবসায়ী ভাড়া মোটরসাইকেল চালক ফাইভ -সিক্স পড়ুয়া উত্তর শ্রীপুর গ্রামের শিমুল হোসেন একাধিক পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারি উক্ত জমি লিজ গ্রহণ করে আজিজ ও তার বোনেদের নিকট থেকে। সেই থেকেই দু,পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে এই বিরোধকে পুঁজি করে আব্দুল আজিজ গং সাতক্ষীরা প্রেসক্লাবে আবু তালেব সরদারের নামে কুৎসা রটিয়ে সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদ করে গ্রামবাসী আরো জানান বন্ধ কাটি গ্রামের মৃত আলহাজ্ব আনসার উদ্দিন গাজীর গোবরা খালি, চান্দুলিয়া, কালিকাপুর, বন্ধ কাটি মৌজায় প্রায় ১০০ বীঘার মত জমি ছিল। উক্ত জমির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই আব্দুল আজিজ মোকাররম, মোয়াজ্জেম, বোন রেহানা সহ ৮ ফুপুর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে ভাই বোনেরা মিলে বাবা আনসার উদ্দিন কে বাদি করে ২০০৮ সালে বাবার লিখে দেওয়া জমি জালিয়াতি বলে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে মামলাটি খারিজ করে দেন বিজ্ঞ আদালত। পরবর্তীতে আপিলে বর্তমান মামলাটি বিচারাধীন আছে। ভাই বোনের এই জমির বিরোধ কেন্দ্র করে ২০১৮ সালের ১ মে প্রকাশ্য দিবালোকে ভাই মোনায়েমের পুত্র কলেজ ছাত্র মাসুদ হোসেনকে কুপিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনায় ভাই বোন ও স্ত্রী সহ১৩ জনের নামে হত্যা মামলা চলমান আছে। পুত্র হত্যার পর হতে নিজের নিরাপত্তার কথা ভেবে মোনায়েম হোসেন সাতক্ষীরাতে অবস্থান করায় তার জমি জায়গা বন্ধ কাটিগ্রামের আব্দুল খালেক দীর্ঘদিন ধরে দেখাশোনা করে আসছে। বর্তমানে খালেক কে বিতাড়িত করার জন্য কালিগঞ্জ থানা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ইন্ধনে মোনায়েমের জমিজমা দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছে বলে এলাকাবাসী সাংবাদিকদের জানান। তবে এ বিষয়ে শিমুল হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান আব্দুল আজিজ, মুকাররম, মোয়াজ্জেম তার বোন রেহানা আমাদেরকে বাবার সম্পত্তি দাবি করে ঘের করার জন্য লিজ দিয়েছে। আমরা লিজকৃত জমিতে ঘের করার জন্য সেখানে গেলে আওয়ামী লীগ নেতা নুরুল হক সরদার আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছি। এ প্রসঙ্গে মোনায়েম হোসেন জানান তার বাবা বেঁচে থাকতে তার নামে ৪ একর ৮ শতক জমি রেস্ট্রি করে দিয়ে যান। তার বোনেরা জমি পাবে না। জাল দলিল বলে আদালতে মামলা করেও আমার ভাই বোনেরা হেরে গেছে। তারপরেও তারা সবাই মিলে আমার কলেজ পড়ুয়া ছেলেকে প্রকাশ্য হত্যা করেছে। আমি এখন জীবনের নিরাপত্তার জন্য সাতক্ষীরায় অবস্থান করি।

শেয়ার বাটন