Wednesday, May 8সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

এবারও একই একাদশ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: সিরিজ জয় নিশ্চিত হয়েছে আগেই, লক্ষ্য এবার ধবলধোলাইয়ের সঙ্গে ওয়ানডে সুপার লিগের খাতায় আরো ১০ পয়েন্ট যোগ করা। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট অর্জন করে প্রতিযোগিতায় শীর্ষে দল এখন বাংলাদেশ। আজ (সোমবার) চট্টগ্রামে শুরু হওয়া দুই দলের এই মুখোমুখি লড়াই জিতে সিরিজের পূর্ণ ৩০ পয়েন্টে চোখ অধিনায়ক তামিম ইকবালে দলের।

এ লক্ষ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। তবে একাদশে কোনো পরিবর্তন আনেনি টাইগাররা। ঝুঁকি না নিয়ে আগের দুই ম্যাচের একাদশই আজ মাঠে নামাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই দলের একাদশ-

বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

শেয়ার বাটন