Saturday, May 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ইউরোপে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে রাশিয়া।

বিবিসি জানায়, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভক সোমবার (৭ মার্চ) বলেছেন, এ ধরণের সিদ্ধান্ত সারা বিশ্বের জ্বালানি সরবরাহে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তখন তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

ইউক্রেনে রাশিয়া হামলা করার কারণে শাস্তি দেয়ার জন্য রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তবে এ ধরনের পরিকল্পনা সোমবার প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস।

ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস আর ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আসে। এই সরবরাহ বন্ধ হলে খুব সহজ কোন বিকল্পও নেই।

নোভক বলেছেন, পাল্টা জবাব দেয়ার অধিকার রাশিয়ার আছে।

শেয়ার বাটন